ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
ত্রিপুরায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) অসম রাইফেল বাহিনীর উদ্যোগে রাজ্যের পশ্চিম জেলার জম্পুইজলা এলাকার মিনি স্টেডিয়ামে এ ম্যাচের আয়োজন করা হয়।

এ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ও জম্পুইজলা একাদশ টিমের মধ্যে খেলা হয়।

 ম্যাচে সূচনা করেন বাহিনীর মেজর সিমরঞ্জিত সিং।

তিনি খেলার শুরুতে উভয়দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। জয়ী হয় জম্পুইজলা একাদশ টিম। খেলা শেষে উভয়দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মেজর সিমরঞ্জিত সিং।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা,  মার্চ ৩০, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।