ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

২০ বছরের মুখ্যমন্ত্রী মানিক এবার বিরোধী নেতার আসনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
২০ বছরের মুখ্যমন্ত্রী মানিক এবার বিরোধী নেতার আসনে মানিক সরকার

আগরতলা (ত্রিপুরা): ২০ বছর ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকার পর এবার বিরোধী দলীয় নেতার চেয়ারে বসবেন মানিক সরকার।

বুধবার (১৪ মার্চ) ত্রিপুরার রাজধানী আগরতলায় রাজ্য কমিটির কার্যালয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআইএম) দলের বিজয়ী বিধায়কদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিপিআইএম দলের ১৬ জন বিধায়কসহ বৈঠককে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিজন ধর ও সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাস।

বৈঠক থেকে জানানো হয়, মানিক সরকার এখন থেকে বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সিপিআইএম দলের পক্ষ থেকে রাখাল মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।