ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নতুন মন্ত্রিসভা, কে পেলেন কোন দফতর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ত্রিপুরায় নতুন মন্ত্রিসভা, কে পেলেন কোন দফতর  ত্রিপুরায় নতুন মন্ত্রিসভা,ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র, পূর্ত, শিল্প ও বাণিজ্য, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংস্কৃতিসহ অবন্টিত সব দফতর বণ্টন করা হয়েছে।

শনিবার (১০ মার্চ) রাজ্যের মুখ্য সচিব রাজ রঞ্জনের স্বাক্ষরিত রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা বিদ্যুৎ, গ্রাম উন্নয়ন, অর্থ, পরিকল্পনা দফতর।

এন সি দেববর্মা রাজস্ব ও মৎস দফতর। সুদীপ রায়বর্মণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য দফতরের মধ্যে তথ্য এবং প্রযুক্তি দফতর। রতন লাল নাথ উচ্চ ও বিদ্যালয় শিক্ষা, আইন, অনগ্রসর জাতি কল্যাণ দফতর। প্রাণজীৎ সিংহরায় কৃষি, পরিবহন ও পর্যটন দফতর। মনোজকান্তি দেব যুব কল্যাণ, ক্রীড়া, খাদ্য ও ক্রেতা স্বার্থ দফতর। মেবার কুমার জমাতিয়া জনজাতি কল্যাণ ও বন দফতর।

রাজ্যের একমাত্র নারী মন্ত্রী শান্তনা চাকমা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরের দায়িত্বে পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।