ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় চলছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের প্রস্তুতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ত্রিপুরায় চলছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের প্রস্তুতি  শপথ গ্রহণের জন্য প্রস্তুত ময়দান-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো খোলা ময়দানে মন্ত্রীরা শপথ নেবেন। এজন্য রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। 

শুক্রবার (৯ মার্চ) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত সাহ এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীসহ ভারত সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য।  

এদিন শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে ২ লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে বিজেপির মিডিয়া ইনচার্জ ভিক্টর সোম জানিয়েছেন।

তিনি আরও জানান, এদিন আগরতলায় সাড়ে চার লাখ মানুষ উপস্থিত হবেন। যারা মাঠে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য আস্তাবল ময়দানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে।
 
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে অমিত সাহসহ অনেক নেতা আগরতলা পৌঁছেছেন।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।