ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পালিত হচ্ছে শিব চতুর্দশীর ব্রত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ত্রিপুরায় পালিত হচ্ছে শিব চতুর্দশীর ব্রত ত্রিপুরায় পালিত হচ্ছে শিব চতুর্দশীর ব্রত-ছবি-বাংলানিউজ

আগরতলা: বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা ক্যালেন্ডার অনুসারে ফাল্গুনের চতুর্দশী তিথি। হিন্দু ধর্মাবলম্বীরা এই তিথিতে মহাদেব শিবের পূজা করেন। তাই এই তিথিকে শিব চতুর্দশী তিথিও বলা হয়। 

বিশ্বের বিভিন্ন স্থানের মতো ত্রিপুরাজুড়ে পালিত হচ্ছে এই তিথি। এদিন সকাল থেকে বিভিন্ন বয়সী পুরুষ ও নারী স্নান সেরে শিবের মাথায় পানি, দুধ, ঘৃত, মধু ইত্যাদি সামগ্রী ঢেলে স্নান করাচ্ছেন।

 

কথিত আছে, এদিন শিবকে স্নান করিয়ে যে মনঃকামনা করা হয় তাই পূরণ হয়। অবিবাহিত মেয়েরা শিবের মতো বর প্রার্থনা করেন বলে কথিত আছে। অপরদিকে বিবাহিত নারীরা স্বামীসহ পরিবারের মঙ্গল কামনা করেন। পুরুষরা সমৃদ্ধি কামনা করেন।

রাজধানীর সেন্ট্রাল রোড শিববাড়িতে গিয়ে দেখা গেছে, শিবের মাথায় পানি ঢালার জন্য নানা বয়সী নারী-পুরুষের দীর্ঘ লাইন। এ উপলক্ষ্যে মন্দিরের বাইরে বসেছে মেলাও।  

রাজধানী আগরতলাসহ রাজ্যের প্রতিটি শিব মন্দিরে পূণার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।