ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলো কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলো কংগ্রেস ইস্তেহার ঘোষণাকালে কংগ্রেস নেতারা/ ছবি: বাংলানিউজ

আগরতলা: আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) আগরতলা পোস্ট অফিস সংলগ্ন চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনে এ ইস্তেহার ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পুদুচেরীর মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামী, দলের ত্রিপুরা রাজ্যে অবজারভার এম এল এ ভৃপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তাপস দেব, হরে কৃষ্ণ ভৌমিক প্রমুখ।

 

ইস্তেহার ঘোষণার পর নারায়ণ স্বামী জানান, দলের প্রথম লক্ষ্য হচ্ছে উন্নয়ন, দ্বিতীয় শান্তি, তৃতীয় কর্মসংস্থান, চতুর্থ জনস্বাস্থ্য ও ইউনাইটেড ত্রিপুরা।  

তিনি আরও জানান, বামফ্রন্টের শাসনে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে না, কৃষকদের সহায়তা ও শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের জন্য গ্রামীণ অবস্থার উন্নয়ন করা হবে।

শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থার উন্নতিসহ সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।