ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো বামফ্রন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ত্রিপুরায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো বামফ্রন্ট নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন বামফ্রন্টের নেতারা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আসন্ন ত্রিপুরা বিধানসভার ভোটকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো বামফ্রন্ট।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী আগরতলার মেলারমাঠ এলাকার দশরথদেব স্মৃতি ভবনের সিপিআই (এম) এর কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার প্রকাশ করা হয়।  

ইশতেহার তুলে ধরেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাস।

 

সাংবাদিকদের তিনি বলেন, ইশতেহারে বামফ্রন্ট সরকারের সার্বিক উন্নয়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দ্বারা ত্রিপুরা সরকার যেভাবে বঞ্চনার হচ্ছে তাও তুলে ধরা হয়েছে।  

গৌতম দাস বলেন, উন্নয়নের নীরিখে ফের বামফ্রন্টকে বেশি ভোটে ও আসনে জয়ী করবেন রাজ্যবাসী।

এ সময় বামফ্রন্টের সরিক দল আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।