ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
ত্রিপুরায় ট্রাকচাপায় যুবক নিহত দুর্ঘটনায় নিহত যুবক বিশ্বজীৎ দে

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর মোটরস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় বিশ্বজীৎ দে (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বজীতের বাড়ি কল্যাণপুর এলাকায়।

এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের সদস্যরা।

কল্যানপুর থানার পুলিশ সূত্র বিষেটি নিশ্চত করে জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি খোয়াই থেকে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিলো। এ সময় ওই যুবক ওই ট্রাকের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এ দুর্ঘটনায় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে বলেও পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।