ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সোমবার প্রকাশিত হবে বামফ্রন্টের প্রার্থী তালিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
সোমবার প্রকাশিত হবে বামফ্রন্টের প্রার্থী তালিকা সি পি আই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর

আগরতলা: বিধানসভা নির্বাচন উপলক্ষে  সোমবার (২২জানুয়ারি) বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে।

ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণার পর এই রাজ্যগুলোতে রাজনৈতিক দলের জোর তৎপরতা শুরু হয়েছে।

রাজনৈতিক দলগুলো এখন পূর্ণমাত্রায় প্রচার থেকে শুরু করে নির্বাচনী কাজকর্ম শুরু করেছে।

এরই প্রেক্ষিতে আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি কলকাতায় সি পি আই (এম) দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।  

এর পর ২২ জানুয়ারি সকালে আগরতলায় সি পি আই (এম) রাজ্য কমিটির সভা ও বামফ্রন্টের বৈঠক হবে। বামফ্রন্টের ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে শরিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগিসহ প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। ওই দিনই প্রকাশিত হতে পারে বামফ্রন্টের প্রার্থী তালিকা।
 
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ কথা জানিয়েছেন সি পি আই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘন্টা, ১৯ জানুয়ারি, ২০১৮ 
এসসিএন/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।