ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদী সংবাদ সম্মেলনে প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: এই মাসের শেষ সপ্তাহে দলের হয়ে নির্বাচনী প্রচারণায় ত্রিপুরায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আগরতলার কৃষ্ণনগর এলাকায় বিজেপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেব জানান, দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক করে এ মাসেই নির্বাচনী প্রচারণায় ত্রিপুরা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 
তিনি আরও জানান, বিজেপি দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণার কাজ চলছে। আগামী ১৩ জানুয়ারি বা তার পর দলের নির্বাচনী ইনচার্জ অসম রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগরতলায় আসবেন তারপর চূড়ান্ত ভাবে ইস্তেহারের বিষয় বস্তু স্থির হবে বলেও জানান বিপ্লব কুমার দেব।
 
এ দিন সাবেক মন্ত্রী বিভা নাথ, তার ছেলে রাজ্যের খ্যাত নাম হৃদরোগ বিশেজ্ঞ তমোজিৎ নাথ, সাবেক পুলিশ পুলিশ কর্মকর্তা গোপাল সরকারসহ চার আইনজীবীসহ বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি লোকজন শক্তি দলের ত্রিপুরা কমিটির সভানেত্রী পাপড়ি হালদারও বিজেপিতে যোগ দেবেন।

পাপড়ি হালদার জানান, কিছু দিনের মধ্যে দলের প্রায় দুই হাজারের বেশি কর্মী দু’একদিনের মধ্যে বিজেপিতে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।