ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত সংবাদ সম্মেলন ভোটার তালিকা প্রকাশ

আগরতলা: ত্রিপুরা রাজ্য নির্বাচন দফতর আসন্ন নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মহাকরণ রাজ্য মুখ্য নির্বাচন কর্মকর্তা শ্রীরাম তরণীকান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। শুক্রবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন ডেকে তালিকা প্রকাশ করেন তিনি। 

চূড়ান্ত তালিকায় মোট ভোটার রয়েছে ২৫ লাখ ৬৯ হাজার ২শ’ ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৪শ’ ২০ জন, মহিলা ভোটারের সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ৭শ’ ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন।

খসড়া ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫২ শতাংশ।

লিঙ্গের অনুপাতে প্রতি হাজার ভোটারের তুলনায় মহিলা ভোটার রয়েছেন ৯শ’ ৭১ জন। রাজ্যের ভোটারদের ১শ’ শতাংশেরই সচিত্র পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।