ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বছরের প্রথম দিন নীরমহল ঘুরে দেখলেন পর্যটনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বছরের প্রথম দিন নীরমহল ঘুরে দেখলেন পর্যটনমন্ত্রী বছরের প্রথম দিন নীরমহল ঘুরে দেখলেন পর্যটনমন্ত্রী

আগরতলা: ত্রিপুরা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সিপাহিজলা জেলার রুদ্র সাগর ও নীরমহল পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী রতন ভৌমিক। 

নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) এ পরিদর্শনে তার সঙ্গে ছিলেন পর্যটন দফতরের কর্মকর্তারা।

রুদ্র সাগর লেকের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি নীরমহল পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী।

রুদ্র সাগর লেক থেকে নৌকায় করে নীরমহল যাওয়ার পথে রাজঘাটসহ লেকের পার্শ্ববর্তী এলাকাও ঘুরে দেখেন তিনি।  

পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল নীরমহলকে দেশ-বিদেশের মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে ত্রিপুরা সরকার ইতোমধ্যেই এর সংস্কারের কাজ করেছে। এখন রুদ্র সাগরের চারদিকে রিংরোড নির্মাণ ও আরও কিছু সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।  

এদিকে বছরের প্রথম দিন নীরমহল দেখতে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা যায়। বিভিন্ন অঞ্চল থেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকেই।

উত্তরপূর্ব ভারতের একমাত্র ওয়াটার প্যালেস নীরমহল। বিশাল প্রাসাদকে ঘিরে রয়েছে প্রায় ৫ দশমিক ৩ বর্গ কিলোমিটারের দীঘি। দীঘির নাম রুদ্রসাগর।

ভারতের স্বাধীনতার পর নীরমহল প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে যায় ত্রিপুরা রাজ্য সরকারের হাতে। সেই থেকে এখনো নীরমহলের দায়িত্ব রয়েছে ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের হাতে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসসিএন/এনএইচটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।