ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আগরতলা বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজা জব্দ আগরতলা বিমানবন্দরে জব্দকৃত গাঁজা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে গাঁজার চালানটি জব্দ করে পুলিশ।

সদর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ধ্রুব নাথ বাংলানিউজকে জানান, দুপুরে আগরতলার প্রধান ডাকঘর থেকে কিছু পার্সেলের প্যাকেট আসে ভারতের রাষ্ট্রীয় প্লেন সংস্থা এয়ার ইন্ডিয়ার কার্গো বিভাগে বিহার রাজ্যে পাঠানোর জন্য।

এয়ার ইন্ডিয়ার কর্মীরা অন্যান্য সামগ্রীর সঙ্গে এ প্যাকেট গুলিকেও স্কেনিং করার সময় গাঁজার চালানটি শনাক্ত করেন। পরে তারা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএস সদস্যদের খবর দেন। তারা এসে গাঁজার প্যাকেটগুলি জব্দ করেন।

এদিন বিমানবন্দর থেকে বেশ কয়েকটি গাঁজার চালান জব্দ করা হয়েছে। সব প্যাকেটে প্রায় ৪০ কেজি গাঁজা রয়েছে। যার বাজার মূল্য এক লাখ রুপির বেশী হবে বলে জানিয়েছেন এসডিপিও ধ্রুব নাথ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

এরআগেও পাচারকারীরা ট্রেন ও ডাক বিভাগের মাধ্যমে বাইরের রাজ্যে পাঠানোর সময় একাধিক বার পুলিশ গাঁজার প্যাকেট জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।