ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ত্রিপুরায় বিশ্ব এইডস দিবস পালিত আগরতলায় সচেতনতামূলক শোভাযাত্রা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আগরতলায় এক সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।

ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি ও ত্রিপুরা রাজ্য এন এস এস ইউনিটের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি আগরতলার উমাকান্ত ময়দান থেকে শুরু হয়ে রাজ্যের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে।  

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, এডিসি'র মুখ্যকার্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, স্বাস্থ্য দফতরের সমরজিৎ ভৌমিকসহ প্রমুখ।

শোভাযাত্রায় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন এইডসের সচেতনতা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।