ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ড্রেনে জীবিত নবজাতক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
আগরতলায় ড্রেনে জীবিত নবজাতক উদ্ধার আগরতলায় ড্রেনে জীবিত নবজাতক উদ্ধার

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার রাধনগর এলাকায় ড্রেন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ওই এলাকার রাধামাধব উন্নয়ন সংঘ সংলগ্ন এলাকার রাস্তার পাশের ড্রেন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেনের মধ্যে ওই নবজাতকের কান্না শুনতে পেয়ে এগিয়ে যান কয়েকজন পথচারী।

গিয়ে দেখেন ড্রেনের মধ্যে ফেলে রাখা আছে সদ্যজাত ছেলেটিকে। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা।  

তারা জানান, মশার কামড় ও ড্রেনের পানিতে ঠাণ্ডায় শিশুটি কাঁপছিলো। এ অবস্থা দেখে ভিড়ের মধ্যে থাকা এক নারী পরম মমতা ভরে শিশুটিকে কোলে তুলে নেন। খবর পেয়ে আগরতলার নারী থানার সেকেন্ড অফিসার ও চাইল্ড লাইনের সদস্যরা ঘটনাস্থলে এসে শিশুটিকে নিয়ে যান।

চাইল্ড লাইনের সদস্য সুতপা সরকার বাংলানিউজকে জানান, শিশুটিকে তারা নিয়ে যাচ্ছেন। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আগরতলার আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে চাইল্ড লাইন হোমে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।