ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার শিক্ষামন্ত্রীর দেহরক্ষী আত্মঘাতী গুলিতে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ত্রিপুরার শিক্ষামন্ত্রীর দেহরক্ষী আত্মঘাতী গুলিতে নিহত নিহত বাদল শূর। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর দেহরক্ষী বাদল শূর আত্মঘাতী গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) শিশুবিহার এলাকার সরকারি বাসভবনে দায়িত্বপালন কালে নিজের সঙ্গে থাকা রিভলভার দিয়ে মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে বাসভবনে থাকা অন্য কর্মীরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাদলের ভগ্নিপতি বাংলানিউজকে বলেন, দেড় বছর আগে বাদলের স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার এক ছেলে আছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।