ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় ডিজি ধন মেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আগরতলায় ডিজি ধন মেলা অনুষ্ঠিত আগরতলার বনমালীপুর এলাকার ক্ষুদিরাম বসু স্কুল মাঠে ডিজি ধন মেলা অনুষ্ঠিত হয়- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত সরকারের বিমুদ্রাকরণ নীতিকে আরও উৎসাহিত করার জন্য ত্রিপুরার রাজধানী আগরতলায় ডিজি ধন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আগরতলার বনমালীপুর এলাকার ক্ষুদিরাম বসু স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন- ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রণালয়ের রাজ্য মন্ত্রী বাবুল সুপ্রিয়, ভারত সরকারের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত দক্ষতা বৃদ্ধি মন্ত্রণালয়ের মন্ত্রী রাজীব প্রতাপ রোডি।

এতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের শিল্প দফতরের প্রধান সচিব এম নাগারাজু, পশ্চিম জেলার জেলার জেলা প্রশাসক মিলিন্দ রামটেক প্রমুখ।
আগরতলার বনমালীপুর এলাকার ক্ষুদিরাম বসু স্কুল মাঠে  ডিজি ধন মেলা অনুষ্ঠিত হয়- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রীরা বলেন, ভারত সরকার সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে ও কালোবাজারিদের রুখতে বিমুদ্রাকরণ নীতি গ্রহণ করা হয়েছে।

মেলায় ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতর, বিভিন্ন ব্যাংক শাখার ও পিএস ইউ’র পক্ষে স্টল খোলা হয়ে ছিলো। এই মেলায় কিভাবে মুদ্রা ছাড়া অনলাইনের মাধ্যমে কেনাকাটা, বিনিময়, লেনদেন ও ব্যাংকের কাজ করা যায় তা সাধারন জনগণকে স্পষ্ট ধারণা দেওয় হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৭
এসসিএন/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।