ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শুরু হল ত্রিপুরা বিধানসভার অধিবেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
শুরু হল ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন

আগরতলা: শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হল শুরু হল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। প্রথা অনুসারে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। রাজ্যপাল হাউসে ভাষণ শুরু করার পর বিরোধী শিবিরের বিধায়করা রাজ্যপালের বিরোধিতা শুরু করেন। তাদের অভিযোগ রাজ্যপাল লিখিত ভাষণের পুরোটা না পড়ে কিছু অংশ পড়ছেন। তারা দাবি করেন রাজ্যপালকে পুরো ভাষণ পড়তে হবে।

কিন্তু রাজ্যপাল যখন নিজের মত করে লিখিত ভাষণ পড়তে থাকেন তখন বিরোধী বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। ‘রাজ্যপাল গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন।

তারপরও রাজ্যপাল নিজের মত করে লিখিত ভাষণ পড়ে হাউস থেকে বেরিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।