ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সাটারগান উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আগরতলায় সাটারগান উদ্ধার ওয়ান সাটারগান উদ্ধার/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার ভাটি অভয়নগরের কাঁঠালতলি এলাকা থেকে একটি ওয়ান সাটারগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে আগরতলা পৌরসভা এলাকার একটি ড্রেন পরিষ্কার করার সময় সাটারগানটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পৌরসভার সাফাই কর্মীরা ড্রেন পরিষ্কার করার সময় ওই ওয়ান সাটারগানটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে রামনগর ফাঁড়িতে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

রামনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।