ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় স্বামীজির জন্মদিনে ‘জাতীয় যুব দিবস’ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ত্রিপুরায় স্বামীজির জন্মদিনে ‘জাতীয় যুব দিবস’ উদযাপন আগরতলার শিশু উদ্যানে স্বামীজির জন্মদিন উদযাপন

আগরতলা: ত্রিপুরা রাজ্যেসহ সারা ভারতে উদযাপন হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মদিন। দিনটিকে ভারতের জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হয়।

ত্রিপুরা রাজ্যজুড়েও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে। দিবসের মূল অনুষ্ঠানটি করা হয় আগরতলার শিশু উদ্যানে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রামকৃষ্ণ মিশনের আগরতলা শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল প্রজ্বলন করেন ও বিশেষ অতিথি আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা পতাকা উত্তোলন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- আগরতলা রামকৃষ্ণ মিশনের আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী হিতোকামানন্দজী মহারাজ, ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের কর্মকর্তা মৃণাল কান্তি নাথ প্রমুখ।

এ সময় মুখ্যমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ জাত ধর্ম ভুলে মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন। তার এ আহবান সামনে রেখে সবাইকে চলতে হবে।

কিন্তু আজ অনেকেই তার এ নীতি-আদর্শ মেনে চলছে না বলেও জানান তিনি।

রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।