ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মোদীর পদত্যাগ দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মোদীর পদত্যাগ দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার (০৯ জানুয়ারি) আগরতলায় থালা-বাটি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি।   

তাদের অভিযোগ, গত ৮ নভেম্বর দেওয়া ভাষণে পুরাতন নোট বাতিল পরবর্তী সমস্যা সমাধানে মোদী ৫০ দিনের সময় চেয়েছিলেন। সে সময়ে তিনি আরও বলেছিলেন, যদি ৫০ দিনের মধ্যে সাধারণ মানুষের সমস্যার সমাধান না হয় তবে তিনি পদত্যাগ করবেন।

ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের দাবি, ৫০ দিন হয়ে গেলেও দেশের কোটি কোটি মানুষ আজও নাজেহাল। নোট সমস্যার কারণে ব্যবসাসহ শিল্পে ব্যাপক ক্ষতি হচ্ছে।  

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ দায়ভার স্বীকার করে পদত্যাগ করা উচিৎ।

এ ‍দাবিতে সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি প্রথমে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে রিজার্ভ ব্যাংকের আগরতলার শাখার সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আগরতলার পাশাপাশি এদিন রাজ্যের অন্যান্য জেলায়ও রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সামনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।  
  
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।