ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জাঁকিয়ে শীত নেমেছে ত্রিপুরায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
জাঁকিয়ে শীত নেমেছে ত্রিপুরায় জাঁকিয়ে শীত নেমেছে ত্রিপুরায়/ছবি-বাংলানিউজ

আগরতলা: প্রকৃতির খেয়ালিপনায় ভরা মৌসুমেও ত্রিপুরা রাজ্যে এ বছর শীতের তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল না। গোটা ডিসেম্বর মাসে শীত-গরমের লুকোচুরি চলছিলো। তবে জানুয়ারির শুরুতে ত্রিপুরা রাজ্যে দেখা দিলো শীত।

গত তিনদিন ধরে দিনের বেশির ভাগ সময় কুয়াশার চাদরে ঘিরে রয়েছে আগরতলাসহ গোটা রাজ্য। গ্রামীণ এলাকায়তো শীত রয়েছেই, সঙ্গে রাজধানী শহর আগরতলার আকাশও সকাল ১১টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে।



যার জেরে প্লেন চলাচলেও কিছুটা ব্যাঘাত হচ্ছে। নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক কম গতিতে চলছে দূরপাল্লার ট্রেনগুলো।

ফলে নির্ধারিত সময়ের অনেক পরেও আসছে ট্রেন। এমনটাই জানা গেছে আগরতলা রেলওয়ে স্টেশন সূত্রে।

এদিকে, কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (০৭ জানুয়ারি) সকালে আগরতলার তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস, এদিন স্থানীয় সময় দুপুর ১টার দিকে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছুতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এটাই হবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, তারপর আবার তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস থেকে পূর্ভাবাসে আরও জানানো হয়েছে সামনের দিনগুলোতে রাজ্যের তাপমাত্রার পারদ আরও নিম্নগামী থাকবে।

রোববার (০৮ জানুয়ারি) তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ১১ ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৯ ডিগ্রি ও ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। জাঁকিয়ে শীত নেমেছে ত্রিপুরায়/ছবি-বাংলানিউজ
শীতের কামড়ে এখন জবুথবু অবস্থা বেশীর ভাগ মানুষের। নেহায়েত প্রয়োজন ছাড়া লেপের উষ্ণতা ছেড়ে বের হতে চাইছেন না অনেক মানুষ। শীতে করুণ অবস্থা শহরাঞ্চলের ফুটপাতবাসী মানুষের, একটু উষ্ণতার খোঁজে তারা রাস্তার কাগজ কুড়িয়ে তা জ্বালিয়ে রাত কাটাচ্ছেন। একই ভাবে কাতর অবস্থা বাড়ির গবাদি পশুগুলোর।

অপর দিকে পার্টিবাজরা জাঁকিয়ে শীত পড়তেই এর মজা নিতে কনকনে ঠাণ্ডায় মাতছেন উইন্টার পার্টিতে। প্রায় প্রতিদিনই রাতে খোলা আকাশের নিচে করছেন পার্টি। এ উন্মাদনা চলবে আগামী পৌষ সংক্রান্তির আগের রাত পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসসিএন/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।