ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় শুরু হলো সরস মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
আগরতলায় শুরু হলো সরস মেলা আগরতলায় সরস মেলা/ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের আগরতলার হাপানিয়া এলাকায় ১২তম আঞ্চলিক সরস মেলা-২০১৭ শুরু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, সংসদ সদস্য ঝর্ণা দাসবৈদ্য, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীত সিনহা, পশ্চিম জেলার জেলা প্রশাসক মিলিন্দ রামটেক প্রমুখ। আগরতলায় শুরু হলো সরস মেলা/ছবি: বাংলানিউজ

সরস মেলায় মূলত রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কারিগররা হরেক রকম হাতের তৈরি সামগ্রী নিয়ে আসেন বিক্রির জন্য।

এ বছর মেলায় ২০০ স্টল খোলা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।