ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় এআইডিএসও’র র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আগরতলায় এআইডিএসও’র র‌্যালি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অরগানাইজেশনের (এ‍আইডিএসও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অরগানাইজেশনের (এ‍আইডিএসও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগরতলায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আগরতলা: অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অরগানাইজেশনের (এ‍আইডিএসও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগরতলায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদের মূল গেটের সামনে এক পথসভার আয়োজন করা হয়।

 

র‌্যালি ও পথসভা থেকে দাবি তোলা হয়, প্রথম থেকে আবার পাশ-ফেল প্রথা চালু করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।