ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দশ দফা দাবিতে ত্রিপুরায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
দশ দফা দাবিতে ত্রিপুরায় মিছিল

নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ও ভারতের কেন্দ্রীয় সরকারের  ‘জনবিরোধী নীতির’ প্রতিবাদে ত্রিপুরায় মিছিল ‍অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ও ভারতের কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী নীতির’ প্রতিবাদে ত্রিপুরায় মিছিল ‍অনুষ্ঠিত হয়েছে।

সিপিআই (এম) খোয়াই জেলার পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীনারায়ণপুর গাওসভার গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয় ও সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিপিআই (এম) দলের তেলিয়মুড়া মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, দলের পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল সম্পাদক হেপি চক্রবর্তী, বিভাগীয় সদস্য নন্দলাল গোপ, অঞ্চল সদস্য মল্লিকা শীল প্রমুখ।

পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল এলাকার ৪টি গাওসভার শত শত নারী-পুরুষ মিছিল ও সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।