ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জাতীয় চেসবক্সিং খেলতে তামিলনাড়ু গেলো ত্রিপুরার টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জাতীয় চেসবক্সিং খেলতে তামিলনাড়ু গেলো ত্রিপুরার টিম

আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ু রাজ্যের নামাক্কল শহরে অনুষ্ঠিত হবে জাতীয় চেসবক্সিং প্রতিযোগিতা।

আগরতলা: আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ু রাজ্যের নামাক্কল শহরে অনুষ্ঠিত হবে জাতীয় চেসবক্সিং প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় এবছর ত্রিপুরা রাজ্য থেকে মোট ১৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

এ লক্ষ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আগরতলা থেকে প্লেনযোগে প্রতিযোগীরা তামিলনাড়ু রাজ্যের উদ্দেশে রওনা দেন। প্রতিযোগীদের সঙ্গে আরও ৪ জন কর্মকর্তা রয়েছেন।

ত্রিপুরা ছাড়ার আগে প্রতিযোগীদেরকে মানসিকভাবে উৎসাহ যোগান অলিম্পিকে অংশ নেওয়া দেশের একমাত্র জিমনেস্ট দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী। উমাকান্ত ময়দানে তাদেরকে সাফল্যের মূল্যবান টিপস দেন তিনি।

এ সময় প্রতিযোগীরা জানান, জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

বাংলাদেশ সময়:  ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।