ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গাঁজা বাগান অভিযানে হামলার শিকার অভিযানকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ত্রিপুরায় গাঁজা বাগান অভিযানে হামলার শিকার অভিযানকারীরা

অবৈধভাবে চাষ করা গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে চাষিদের কাছে তাড়া খেয়ে ফিরতে হলো ত্রিপুরার মোহনপুর মহকুমার মহকুমা শাসক (এসডিএম) এবং পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) পুলিশ বাহিনীকে।

আগরতলা: অবৈধভাবে চাষ করা গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে চাষিদের কাছে তাড়া খেয়ে ফিরতে হলো ত্রিপুরার মোহনপুর মহকুমার মহকুমা শাসক (এসডিএম) এবং পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) পুলিশ বাহিনীকে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার এসডিএম জয়ন্ত দেববর্মা, পশ্চিম জেলার এএসপি শর্মিষ্ঠা চক্রবর্তীসহ একটি পুলিশ বাহিনী মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গা থানা এলাকার মোহনবাড়ি, খামারবাড়ি এলাকায় গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযান শুরু করেন।

অভিযানের শুরুদেই এলাকার নারী-পুরুষসহ অনেকে পুলিশসহ আধিকারিকদের ওপর হামলা চালান। তাদের আক্রমণে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এমনকি গাঁজা চাষিরা পুলিশের গাড়িও ভাঙচুর করেন।

পরে আগরতলা থেকে আরও পুলিশ ও টিএসআর বাহিনী পাঠিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে অভিযানকারীরা এলাকা ছেড়ে চলে যান।  

গত বছরও মোহনপুর মহকুমার উপজাতি এলাকায় গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযানে নেমে হামলার মুখে পড়তে হয়েছিল এসডিএম জয়ন্ত দেববর্মাকে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।