ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় রোহিঙ্গাদের ওপর আক্রমণের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ত্রিপুরায় রোহিঙ্গাদের ওপর আক্রমণের প্রতিবাদ

মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের উগ্র বৌদ্ধ ধর্মালম্বীদের অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরাবাসী।

আগরতলা: মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের উগ্র বৌদ্ধ ধর্মালম্বীদের অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরাবাসী।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে আগরতলার গেদু মিঞা’র মসজিদে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ’র তরফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মায়ানমারের সেনাবাহিনী এবং এক শ্রেণির উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের দ্বারা নিরীহ মুসলিম রোহিঙ্গাদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান  সংগঠনের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান।

ভারত, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও মায়ানমারের প্রতিবেশী সব দেশের তরফে যেন এ ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোসহ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ’র অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।