ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ত্রিপুরায় ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত চেরমা এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে ত্রিপুরা পুলিশ।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত চেরমা এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে ত্রিপুরা পুলিশ।

খোয়াই-কমলপুর সড়কে একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে এই দুই হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) খোয়াইয়ের এসডিপি ও শ্যামানন্দ শর্মা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গাড়িসহ জব্দ হওয়া ফেনসিডিলগুলো থানায় নিয়ে আসে ত্রিপুরা পুলিশ। ‍

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।