ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বইমেলা শুরু ১৬ ডিসেম্বর (ভিডিওসহ)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
আগরতলায় বইমেলা শুরু ১৬ ডিসেম্বর (ভিডিওসহ) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলায় শুক্রবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ১২তম বইমেলা। ‍উমাকান্ত মাঠে মেলার উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আগরতলা: আগরতলায় শুক্রবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ১২তম বইমেলা। ‍উমাকান্ত মাঠে মেলার উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মেলার আয়োজন করেছে ত্রিপুরা পাবলিসার্স গিল্ড। মেলার মাঠে দাঁড়িয়ে কাজের তদারকি করছেন ত্রিপুরা পাবলিসার্স গিল্ড’র সাবেক সম্পাদক তথা বর্তমান কর্যকরী কমিটির সদস্য নিলিপ পোদ্দার।

তিনি বাংলানিউজকে বলেন, ত্রিপুরা রাজ্যের পাশাপাশি কলকাতা, দিল্লি ও বাংলাদেশ থেকে প্রকাশকরা তাদের প্রকাশিত বই নিয়ে মেলায় আসবেন। বাংলাদেশের বিভিন্ন প্রকাশকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে তিন চারটি প্রকাশনা সংস্থা মেলায় আসার সম্মতি জানিয়েছে বলেও জানান।

তিনি বলেন, আগারতলা বইমেলায় শুধুমাত্র প্রকাশকরা তাদের বই নিয়ে হাজির হন, এখানে কোনো বই বিক্রেতারা আসতে পারেন না।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬

এসসিএন/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।