ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

‘দলিত শোষণমুক্ত মঞ্চ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
‘দলিত শোষণমুক্ত মঞ্চ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দলিত মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বঞ্চনার প্রতিবাদে তিন বছর আগে জন্ম হয় ‘দলিত শোষণমুক্ত মঞ্চ’র।

আগরতলা: দলিত মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বঞ্চনার প্রতিবাদে তিন বছর আগে জন্ম হয় ‘দলিত শোষণমুক্ত মঞ্চ’র।

রোববার (২৭ নভেম্বর) ত্রিপুরা রাজ্যজুড়ে পালিত হচ্ছে দলিত শোষণমুক্ত মঞ্চ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

বিভিন্ন অঞ্চল কমিটির পক্ষে এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। ভারতের দলিত আন্দোলনের পুরোধা ড. বি আর আম্বেদ কর ও ত্রিপুরা রাজ্যে দলিতদের জন্য আজীবন সংগ্রামী নেতা অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে রাজ্যের তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে দিনটি পালন করা হয়।  

এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলিজাতী সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য দিলিপ দাস, সিপিআই (এম) দলের তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর দাসসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।