ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আলাদা রাজ্যের দাবিতে অনশনে যাচ্ছে আইপিএফটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আলাদা রাজ্যের দাবিতে অনশনে যাচ্ছে আইপিএফটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এডিসি এলাকা নিয়ে তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে আদিবাসীভিত্তিক ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি) দলটি।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এডিসি এলাকা নিয়ে তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে আদিবাসীভিত্তিক ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি) দলটি।

তাদের এ দাবির সমর্থনে এবার আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে দলটির শাখা সংগঠন ইয়ুথ আইপিএফটি।

এ দাবিতে আগামী ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ৪৮ ঘণ্টার অনশন কর্মসূচির ডাক দিয়েছে।

এডিসি’র প্রধান কার্যালয় খুমুলুং’র ধুপমালি বাজারে হবে এ অনশন কর্মসূচি। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মীরা এসে এতে অংশ দেবেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক শুক্ল চরণ নোয়াতিয়া।

এসময় সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।