ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় অবৈধ গাঁজা চাষবিরোধী অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ত্রিপুরায় অবৈধ গাঁজা চাষবিরোধী অভিযান চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গাঁজা চাষিদের প্রতিহত করতে প্রশাসনের অভিযান অব্যাহত। শুক্রবার (১৮ নভেম্বর) রাজ্যের সিপাহীজলা জেলার...

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গাঁজা চাষিদের প্রতিহত করতে প্রশাসনের অভিযান অব্যাহত।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের আওতাধীন দক্ষিণ কলমচৌড়া এলাকায় যৌথভাবে আভিযান চালায় জেলা প্রশাসন ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

এদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হয় অভিযান। এতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক (এডিএম) মানিক লাল দাস, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অমরজীৎ দেব্বর্মা, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক (এসডিএম) সুমিত লোধ, বিএসএফের কোম্পানি কমান্ডেন্ট অমরেন্দ্র কুমার সিংসহ পুলিশ সদস্য, বিএসএফ জোয়ান ও বনকর্মীর বিশাল বাহিনী।

এসডিএম সুমিত লোধ সংবাদমাধ্যমকে জানান, অভিযানে একাধিক বাগানে লক্ষাধিক গাছ কেটে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। আরও অভিযান চলছে প্রয়োজনে রাত পর্যন্ত চলবে এই কার্যক্রম।

এই বাগানগুলো জঙ্গলে ঘেরা সরকারি খাস জমিতে করা হয় তাই কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।