ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ত্রিপুরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত সিধাই থানা এলাকার মহিনীপুর থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপ ও ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত সিধাই থানা এলাকার মহিনীপুর থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপ ও ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

 

আটকরা হলেন- টিংকু নম ও সঞ্জিত কর্মকার।

 

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানা পুলিশ খোয়াই থেকে আগরতলাগামী একটি মারুতি গাড়ি থেকে ফেনসিডিলগুলো জব্দ করে।

মোহনপুর মহকুমার এসডিপিও রাজদ্বীপ দেব এ খবর নিশ্চিত করে বলেন, গাড়িটি খুব দ্রুত গতিতে যাচ্ছিলো। এ সময় পুলিশ গাড়িটি থামিয়ে তল্লশি চালিয়ে বিপুল পরিমাণে ফেনসিডিল উদ্ধার করে।

জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য দেড় লাখ রুপির বেশি হতে পারে বলেও ধারণা করছে পুলিশ। ফেনসিডিল বহনক‍ারী গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয় বলেও জানান এসডিপিও রাজদ্বীপ দেব।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।