ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি আটক

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আগরতলায় এক বাংলাদেশিকে আটক করেছে মোবাইল টাস্কফোর্স (এমটিএফ)।

আগরতলা: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আগরতলায় এক বাংলাদেশিকে আটক করেছে মোবাইল টাস্কফোর্স (এমটিএফ)।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আগরতলার দুর্জয়নগর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সুশীল দাস।

আটক সুশীল দাস জানান, তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়ায়। দালালের সাহায্যে তিনি আগরতলায় এসেছেন।

আটকের পর এমটিএফ বাহিনী তাকে এডি নগর এলাকায় প্রধান কার্যালয়ে নিয়ে যায়। এমটিএফ’র এক কর্মী সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।