ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নির্বাচনী প্রচারণায় শতাব্দী ও সোহম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আগরতলায় নির্বাচনী প্রচারণায় শতাব্দী ও সোহম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যের বড়জলা বিধানসভা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে সামনে রেখে চলছে তারকাদের সমাবেশ।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বড়জলা বিধানসভা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে সামনে রেখে চলছে তারকাদের সমাবেশ।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাসের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ করেন প্রতিবেশী আসাম রাজ্যের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা।

হেমন্ত বিশ্বশর্মার নির্বাচনী সমাবেশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই চমক দেখালো তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অনেকটা আচমকাই তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় নিয়ে এলো জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও অভিনেতা সোহম চক্রবর্তী।

এই দুই তারক‍াকে দেখতে বিমানবন্দরেই সাধারণ মানুষ ভিড় করেন। তাদের বিমানবন্দর থেকে বের করে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।  

দলের কর্মী-সমর্থকরা বাইক মিছিল করে বড়জলা এলাকায় তারকাদের নিয়ে আসেন। পরে তারা বড়জলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চন্দ্র দাসকে সঙ্গে নিয়ে শোডাউন করেন। তারা দু’জনে হুড খোলা গাড়ি করে বিধানসভা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

অভিনেতা ও অভিনেত্রীকে দেখতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শোডাউন শেষে তারা এদিনই আবার কলকাতা ফিরে যাবেন বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।