ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাইব্যুনাল

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে শিশু ধর্ষণের দায়ে মীর যুবরাজ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত যুবরাজ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) একেএম নাছিমুল আক্তার বাংলানিউজকে জানান, টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকায় বাড়ির মালিকের মেয়েকে বিভিন্ন সময় ভয় দেখিয়ে কৌশলে ধর্ষণ করতেন ভাড়াটিয়া যুবরাজ। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকালে মেয়েটি স্কুলে যাওয়ার সময় যুবরাজ তাকে অপহরণ করে দেলদুয়ার নিয়ে পুনরায় ধর্ষণ করেন। ধর্ষণের পর কারো কাছে বিষয়টি না জানানোর জন্য মেয়েটিকে হত্যার হুমকি দিয়ে বাড়ির সামনে রেখে যান। পরে মেয়েটি নিজের বাবা-মায়ের কাছে বিষয়টি জানায়। একই বছরের ১৮ নভেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে যুবরাজকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন ১৯ নভেম্বর যুবরাজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে আসামি যুবরাজ কারাগারেই ছিলেন।

মামলার সাক্ষ্য-শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ