ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন ...

ঢাকা: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ ১০ দেশের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন।

শনিবার (৪ অক্টোবার) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ম্যানিলা টাইমস এ তথ্য জানায়।

এতে বলা হয়, ৬ সেপ্টেম্বর থেকে  বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবেন।   

দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।