ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার- ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সপ্তম ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭’ শুরু হবে আগামী বৃহস্পতিবার (১০ আগস্ট)।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) ও দাওয়াত হলিডেজ লিমিটেডের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১২ আগস্ট (শনিবার) পর্যন্ত।

মেলায় দেশ-বিদেশের বিভিন্ন ট্যুরিজম ও হসপিটালিটি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ প্রখ্যাত ট্যুরিজম বিশেষজ্ঞদল অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন বলেন, প্রতিবছরের মতো এবারও পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। এ মেলার মাধ্যমে সকলকে দেশের কৃষ্টি, ঐতিহ্য আর ইতিহাস সম্বন্ধে অবহিত করা যাবে। যা দেশের ভাবমূর্তিকে আরও বিকশিত করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) পরিচালক শাহাদাৎ হোসেন, বিআইটিএফ এর প্রধান নির্বাহী রেজাউল একরাম, দাওয়াত হলিডেজ লিমিটেডের ডিএমডি জিয়াউল আহসান, রিজেন্ট এয়ারলাইন্সের সিইও হানিফ জাকারিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসআইজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।