ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

কারাবন্দীদের তৈরি পণ্যের ব্যাপক সাড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
কারাবন্দীদের তৈরি পণ্যের ব্যাপক সাড়া কারাবন্দীদের তৈরি দৃষ্টিনন্দন কারুপণ্য

নারায়ণগঞ্জ: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কারাবন্দীদের তৈরি নানা কারুপণ্যের স্টল এবার ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সুই, সুতা, পুঁথি ও আঠা দিয়ে কারাগারে বসে বসেই নানা আকার-আকৃতির দৃষ্টিনন্দন দ্রব্যাদি তৈরি করেছেন বন্দীরা।

মেলায় ব্যতিক্রমী এই স্টল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেল সুপার মো. মাহবুবুল আলম ও জেলার শাহ রফিকুল ইসলাম। তাদের দু’জনের উদ্যোগে এবারের বাণিজ্যমেলায় কারাবন্দীদের জন্য স্টল বরাদ্দ নেওয়া হয়। কারাবন্দীদের তৈরি কারুপণ্য সেই স্টলে বিক্রি করা হচ্ছে।

তারা জানান, দেশের প্রায় ৬৮টি কারাগারের উৎপাদিত নানা পণ্য এবারের বাণিজ্য মেলায় উঠেছে। উৎপাদিত এসব পণ্যের বিক্রয়ের লভ্যাংশের অর্ধেক কারাবন্দী হস্তশিল্পীদের দেওয়া হবে।

এসময় কারাগারে উৎপাদিত পণ্য কেনার মাধ্যমে বন্দী পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।