ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

বাচ্চা ভাড়া করে ভিক্ষা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বাচ্চা ভাড়া করে ভিক্ষা! বাণিজ্যমেলায় ভিক্ষুকদের অনাগোনা, ছবি: সংগৃহীত

ঢাকা: ১০ থেকে ১২ বছর বয়সী ছেলেটি পঙ্গু সেজে একটি বস্তার উপর উপুড় হয়ে ভিক্ষা করছিল। যখনই ছবি তোলা হচ্ছে টের পেলো, সঙ্গে সঙ্গে উঠে বস্তাটা নিয়ে মেলার ভিড়ে চলে গেলো শিশুটি। এভাবে পঙ্গু সেজে বা অসুস্থ বলে ভাড়া করা শিশুদের দেখিয়ে অনেক ‘ভণ্ড’ ভিক্ষুকের আনাগোনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে চলমান এ মেলায় এমন চিত্রই চোখে পড়েছে।

শেষপর্যায়ের মেলায় দর্শনার্থীদের ভিড় ব্যাপক।

ছুটির দিন ছাড়াও এখন ভিড়। আর এ সুযোগ কাজে লাগিয়ে পথশিশুসহ দরিদ্র শিশুরা মেতেছে ভিক্ষার প্রতিযোগিতায়। এদের মধ্যে অনেক শিশু আবার ভিক্ষার টাকা দিয়ে নেশাও করছে।

মেলার গেটের বাইরে দুই বা তিন বছর বয়সী আরেকটি শিশুকে দেখতে পাওয়া যায়। একটি থালা সামনে তার। পরিকল্পনা করে থালাটি টান দিলে এগিয়ে আসেন তসলিমা নামের এক নারী। আগারগাঁও বস্তিতে থাকেন তিনি। তখন বাংলানিউজকে তিনি বলেন, বাচ্চাটি ভাড়া করে নিয়ে এসেছি বস্তির পাশের ঘর থেকে। দিন প্রতি ২০০ টাকা দিতে হবে বাচ্চাটির বাবা-মা-কে। মেলায় অনেক লোক আসে।

ভিক্ষার এমন সুযোগ খুব কম পাওয়া যায় বলেই এমন কাজে মেতেছেন তারা। তবে বাচ্চা ভাড়া নিয়ে সারাবছরই ভিক্ষা করেন তসলিমা।

এদিকে, মেলার ভেতরে এরা কিভাবে প্রবেশ করে- জানতে চাইলে মেলার ভেতরে থাকা দু’টি শিশু বাংলানিউজকে জানায়, তাদের অভিভাবকরা মেলার খাবারের স্টলে কাজ করেন। সে সুবাদে তারাও মেলায় ঢুকতে পারে। তবে সকালে ঢুকলে একেবারে রাতে বের হতে হয় তাদের। আবার অনেকে গেটের সামনে ওত পেতে বসে থাকে। যেকোনো এক সুযোগেই মেলার গেটের প্রহরিদের চোখ ফাঁকি দিয়ে দ্রুত ঢুকে যায়।

এ ধরনের ‘ভণ্ড’ ভিক্ষুকদের অনেকেই শিশু বয়সের হলেও নেশা করে বলে জানা গেছে। ভিক্ষার টাকা দিয়ে হয় তাদের নেশা।

লিমন নামে দর্শনার্থী এক ‘ভণ্ড’ ভিক্ষুককে টাকা দিচ্ছিলেন। কিন্তু সে টাকা না নিয়ে তার সামনেই বাংলানিউজের প্রতিনিধির ভয়ে উঠে দৌঁড়ে পালায়। বাংলানিউজকে তখন লিমন বলেন, ওরা আসলে ইমোশনে নাড়া দেয় বলেই আমরা টাকা দিই। আমাদের তো আর যাচাই করে ভিক্ষা দেওয়া সম্ভব নয়। আর ওরা বেশ জীর্ণশীর্ণ বলেই ধরা যায় না আসলেই পঙ্গু না ভণ্ড। এটা মেলার বাইরে বেশি। ভেতরে যারা ঢুকতে পারে, ওদের তো তাহলে বাম্পার অবস্থা।

তবে এসব ‘ভণ্ড’ ভিক্ষুক ছাড়াও অসহায় দরিদ্র বা প্রতিবন্ধী কিংবা কাজ করতে পারে না ও বয়স্ক মানুষদের ভিক্ষার থালা নিয়ে ঘুরতে দেখা গেছে মেলা প্রাঙ্গণে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।