ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

দিনাজপুর: দিনাজপুরে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. সাদেক মিঞা।

দিনাজপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ূন চৌধুরীর সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, মেলা কমিটির আহ্বায়ক মো. শামীম কবীর, চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চাউল কল মালিক সমিতির সারোয়ার আশফাক লিয়নসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।