ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

প্রিজারভেটিভ দূর করতে মেলায় সাবা ওয়াশিং লিকুইড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
প্রিজারভেটিভ দূর করতে মেলায় সাবা ওয়াশিং লিকুইড প্রিজারভেটিভ দূর করতে মেলায় সাবা ওয়াশিং লিকুইড/ছবি-বাংলানিউজ

ঢাকা: ফলমূল, শাক-সবজি ও মাছ থেকে কীটনাশক, কেমিকেল ও প্রিজারভেটিভসহ জীবাণু দূর করবে সাবা ওয়াশিং লিকুইড। পাইন-ট্রি অয়েল থেকে প্রস্তুতকৃত জাপানি ন্যাচারাল এই লিকুইড বাণিজ্যমেলায় নিয়ে এসেছে সজিব গ্রুপ।

ফাহমিদা বেগম নামে এক ক্রেতা বাংলানিউজকে জানান, বাজারে এমন কোনো পণ্য নেই, যেটা ফরমালিন মুক্ত। সেক্ষেত্রে সাবা ভালোই হবে।

ফলমূলে ফরমালিন থাকুক বা না থাকুক, এখন আর বেশি চিন্তা করতে হবে না। কিছুটা হলেও ফরমালিন ভীতি দূর হবে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মিরন বাংলানিউজকে বলেন, নতুন পণ্য হিসেবে আমরা ভালোই সাড়া পাচ্ছি। মেলায় আমরা দর্শনারর্থীদের ট্যাং, জুস খাওয়াচ্ছি। কাস্টমারদের সঙ্গে পরিচিত হওয়া, তাদের কাছাকাছি থাকতেই বাণিজ্যমেলায় এসেছি। প্রিজারভেটিভ দূর করতে মেলায় সাবা ওয়াশিং লিকুইড কিনছেন একজন ক্রেতা/ছবি-বাংলানিউজমেলায় সজিবের সসের প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি। দেশের প্রত্যন্ত এলাকায় পাওয়া যায় সজিব গ্রুপের প্রতিটি পণ্য। এগুলো হলো সজিবের সস, নুড‍ুলস, আটা, ময়দা, পানীয় জুস, চিপস। ১০টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত প্রতিটি পণ্যে রয়েছে বিশেষ মূল্যছাড়।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭

এএম/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।