ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

সেলফি তুলে সেরা হলেই পুরস্কার ৩২ ইঞ্চি এইচডি টিভি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সেলফি তুলে সেরা হলেই পুরস্কার ৩২ ইঞ্চি এইচডি টিভি সেলফি তুলে সেরা হলেই পুরস্কার ৩২ ইঞ্চি এইচডি টিভি

ঢাকা: আনন্দঘন মুহুর্তকে ধরে রাখতে সেলফি তোলা হয়। কিংবা সেলফি তুলে আনন্দঘন মুহুর্তকে ধরে রাখা হয়। আর এ থেকেই যদি পুরস্কার মেলে তবে তো কথাই নেই! সেলফি তোলায় ধুম পড়বেই।

রাজধানীর আগারগাঁওয়ে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে।

বিষয়টি এমন যে, সেলফি তুলুন এবং তা নির্দিষ্ট পণ্য প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে শেয়ার করুন।

যদি সেলফিটিতে সবচেয়ে বেশি লাইক আর কমেন্ট পড়ে, তবেই ছক্কা। মিলবে ৩২ ইঞ্চি সম্পূর্ণ এইচডি (হাই ডেফিনেশন) টেলিভিশন।

ক্রেতাদের আকৃষ্ট করতে এমন সুযোগ দিচ্ছে দেশীয় প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ইউনিটেক। প্রতিষ্ঠানটি মেলায় এনেছে ফ্রিজ, রেফ্রিজারেটর, টেলিভিশন ও এয়ারকন্ডিশনার মেশিন।

ইউনিটেক এর সেলস এক্সিকিউটিভ শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, ৩২ ইঞ্চি এইচডি টিভি পুরস্কার পেতে আগ্রহীকে আমাদের প্যাভিলিয়ানে আসতে হবে। এরপর সেলফি তুলে আমাদের পণ্যের ফেসবুক পেইজে পোস্ট দিতে হবে। অনেকেই পোস্ট করছেন, যে সেলফিতে সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট পড়বে- মেলা শেষ হলে তিনিই পাবেন পুরস্কার।

ইউনিটেক চারটি মডেলের ফ্রিজ এনেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।  ছবি: জিএম মুজিবুর

ইউনিটেক দীর্ঘদিন থেকে দেশে এয়ারকন্ডিশনার মেশিন বিক্রি করছে সুনামের সঙ্গে। তবে সম্প্রতি ফ্রিজ, রেফ্রিজারেটর এবং টিভি বাজারে এনেছে। প্রতিষ্ঠানটি তার পণ্যের ওপর মেলায় ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি দিচ্ছে ৫ বছরের ওয়ারেন্টি।

ইউনিটেক চারটি মডেলের ফ্রিজ এনেছে। ১১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন থেকে শুরু করে ১৯৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পর্যন্ত পণ্যগুলোর দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯১০ টাকা থেকে ২২ হাজার ২৫০ টাকা।

দু’টি ভিন্ন মডেলের ১৬৮ লিটার ধারণ ক্ষমতা থেকে ২৪৮ লিটার ধারণ ক্ষমতা পর্যন্ত রেফ্রিজারেটরের মূল্য ধরা হয়েছে ১৮ হাজার ৩৩৪ টাকা থেকে ২৫ হাজার ৮১০ টাকা।

মেলায় ইউনিটেক ২৪ ইঞ্চি থেকে ৪০ ইঞ্চি পর্যন্ত পর্দার টেলিভিশনগুলোর দাম রাখছে ১৩ হাজার ৪শ’ টাকা থেকে শুরু করে ৩৪ হাজার ৪শ’ টাকা।

এছাড়া ১-৫ টনের এয়ারকন্ডিশনার মেশিন বিক্রি করছে ৩৭ হাজার ৬০৪ টাকা থেকে ১ লাখ ৯৫ হাজার ৫শ’ টাকায়।

বাণিজ্য মেলার মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে একটি বিশাল টাওয়ার। এর বাঁ দিকে ঘুরলেই চোখে পড়বে ইউনিটেক’র স্টল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।