ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্য মেলায় ১৪০ টাকায় ‘এ’ টু ‘জেড’!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
বাণিজ্য মেলায় ১৪০ টাকায় ‘এ’ টু ‘জেড’! বাণিজ্য মেলায় ১৪০ টাকায় ‘এ’ টু ‘জেড’!/ছবি: ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজ

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আকৃষ্ট করছে মাত্র ১৪০ টাকায় গৃহস্থলির যেকোনো পণ্য- ক্রোকারিজ, শো-পিচ, বাচ্চাদের খেলনা, পুতুল-পিস্তলসহ প্লাস্টিক ও চীনা মাটির পণ্য।

রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলায় শত শত পণ্যের সমাহার নিয়ে বসেছে শান্ত ইলেকট্রনিক্স। আর স‍াশ্রয়ী মূল্যে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতা-দর্শনার্থীরা।



কিচেন সামগ্রীর মধ্যে রয়েছে প্লেট-থালা-বাসন-পাতিল, ক্রোকারিজ, ঢাকনা, কাপ-প্রিচ, চামচ, ফ্রুট কাটার ছাড়াও বিভিন্ন সরঞ্জাম। গিফট আইটেম ও শো-পিচের মধ্যে টেবিল ঘড়ি, অ্যালবাম ফ্রেম, মগ, গ্লাস, পানির পট ইত্যাদি।

আর বাচ্চাদের খেলনা সামগ্রীর মধ্যে পিস্তল-বন্দুক, ফুটবল, রেলগাড়ি ইত্যাদি। এছাড়াও রয়েছে পুতুল, পাপোস। মাত্র ১৪০ টাকায় যেকোনো পণ্য- হাঁকছেন বিক্রেতারা।

বিক্রয়কর্মী সজীব জানালেন, ১৪০ টাকায় ‘এ’ টু ‘জেড’। ঘরের যেকোনো পণ্য, সবই পাবেন। এর মধ্যে পাপোস, পুতুল, প্লাস্টিকের দু’একটি ছাড়া সবই চীনা পণ্য। সাশ্রয়ী দামে গৃহস্থলির পণ্য পেতে ক্রেতারা ভিড় করছেন এ স্টলে। প্রতি সন্ধ্যার পর জমে উঠেছে স্টলটি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমআইএইচ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।