ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

তিল ধারণের ঠাঁই নেই বাণিজ্যমেলায়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
তিল ধারণের ঠাঁই নেই বাণিজ্যমেলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে মেলা প্রাঙ্গণে যেন তিল ধারণের ঠাঁই নেই। ছুটির দিন হওয়ায় রাধানীবাসী মেলামূখী হয়েছেন বলে মনে করছেন মেলার আয়োজক কমিটি।


 
শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীরা মেলায় আসতে থাকলেও বিকেল সাড়ে চারটার পর থেকে মেলা প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে। সকালে বাসার কাজ সেরে সাধারণত বিকেলেই মেলায় আসতে পছন্দ করছেন নারীরা।
 
মিরপুর-১ থেকে আগত মুরশিদা আক্তার নামের এক গৃহবধূ বাংলানিউজকে বলেন, সকালে বাসায় অনেক কাজ থাকে। তাই বিকেলেই আমাদের মেলায় আসার উপযুক্ত সময়। এছাড়া বিকেলে মেলায় আসলে অনেক মানুষ থাকে, মেলার আনন্দ উপভোগ করা যায়। এছাড়া বাসার কাজের কোনও টেনশনও থাকে না।
 
এদিকে মেলা প্র্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলার বাইরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। কেউ পরিবারের সদস্যদের জন্য টিকিট সংগ্রহ করছে। আবার কেউ মেলার ভেতরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
 
সন্ধ্যা ৬টার দিকে টিকিট কাউন্টারে দাঁড়ানো শফিক রহমান নামের এক দর্শনার্থী বাংলানিউজকে বলেন, আমরা কলেজের ১২ জন বন্ধু একত্রে মেলায় ঘুরতে এসেছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রবেশ পথ থেকে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ৪০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনও কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারিনি। টিকিট হাতে পেতে এখনও মনে হয় ৫/৬ মিনিট সময় লাগবে।
 
মেলার সুপারভাইজার আসাদুজ্জামান দিপু বলেন, রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলে মেলায় দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাবে। আমরা আশা করছি আগামী দুই একদিনের মধ্যে দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়বে।
 
শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রায় এক লাখ দর্শনার্থী মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে প্রবেশ করেছে। রাত ১০টার মধ্যে এ সংখ্যা আরও বাড়বে বলে জানান দিপু।
 
তেজগাঁও থেকে আসা ব্যবসায়ী তাইম আহসান বলেন, ছুটির দিনে মেলায় এসেই ভুল করেছি। প্রায় ৪৫ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি। পরবর্তীতে বন্ধুদের নিয়ে কার্যদিবসগুলোতে আসবো। দেরিতে হলেও টিকিট হাতে পেয়ে বেশ উৎফুল্ল তাইম।

শীতে আইসক্রিমে আগ্রহ নেই ক্রেতাদের
মেলায় নতুন আকর্ষণ ‘নাইন ডি মুভি’

 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।