ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

করোনা: বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
করোনা: বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

গাজীপুর: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী শনিবার (৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।