ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

আইসিসিবিতে পর্যটনমেলায় জনস্রোত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আইসিসিবিতে পর্যটনমেলায় জনস্রোত

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অষ্টম এশিয়ান পর্যটনমেলার শেষ দিনে ভ্রমণপিপাসু মানুষের ঢল নেমেছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবার-পরিজন নিয়ে মেলায় আসতে থাকেন লোকজন। বিকেলে মেলা জনস্রোতে রূপ নেয়।

 

মেলার অন্যতম আকর্ষণ ইন্দোনেশিয়ান কালচারাল উৎসব। বিকেলে এ উৎসব মেলায় আসা ভ্রমণপিপাসুদের প্রাণবন্ত করে তুলে।         

ভ্রমণপিপাসুরা বলছেন, ইট-কংক্রিটের এ শহরে বিনোদনের সুযোগ নেই। তাই প্রকৃতি দেখতে মাঝে মধ্যে দেশ-বিদেশ ছুটে চলা তাদের।  

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, দেশ-বিদেশের নানা পর্যটন স্পটের প্যাকেজ নিয়ে হাজির হয়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। মেলায় বুকিং দিলেই মিলছে ২০ শতাংশ ছাড়। তাই ভ্রমণপিপাসু মানুষরা বুকিং দিচ্ছেন বিভিন্ন দেশের প্যাকেজ। সেইসঙ্গে এসেছেন ট্যুরিজম নিয়ে কাজ করতে আগ্রহীরাও।  

সংশ্লিষ্টরা জানান, এবারের মেলায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল ও ভারতসহ সাতটি দেশের ৫৭টি প্রতিষ্ঠানের ১১৫টি স্টল রয়েছে।  

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশি পর্যটন স্পটের চেয়ে বিদেশেই বেশি ছুটছেন পর্যটকরা। যদিও দেশীয় পর্যটন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এ মেলার আয়োজন। কিন্তু মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানেই বেশি ভিড় দেখা গেছে।  

মেলায় অংশগ্রহণ করেছে দেশীয় প্রতিষ্ঠান টি হ্যাভোন, লেমন গার্ডেন, আমার বাড়ি, হেরিটেজ, ছুটিওয়ালা, গ্র্যান্ড সুলতান, রেস্ট ইন হোটেল ও সাজেক ভ্যালিসহ নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ভ্রমণপিপাসুদের প্রথমে দেশকে ঘুরে দেখার জন্য উৎসাহ যোগাচ্ছে।

এছাড়া মেলায় বিদেশে ভ্রমণ ও চিকিৎসা তথ্য সহায়তার জন্য অনেক পর্যটন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।  

শ্রীমঙ্গল পর্যটনসেবা সংস্থার আহ্বায়ক আবু সিদ্দিক আহমেদ বলেন, আমরা এদেশের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য সারা বিশ্বের পর্যটকদের কাছে তুলে ধরতে চাই। চায়ের কন্যা শ্রীমঙ্গল বর্ষায় কী অপরূপ রূপ ধারণ করে সেটা পর্যটকরা দেখলে বিস্মিত হবেন। আমরা দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই।  

সাজেক ভ্যালির এক্সিকিউটিভ রাহানুমা বলেন, সাজেক ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান। আমরা মেলায় আকর্ষণীয় অফার দিচ্ছি।  

অ্যাডভেঞ্চার ইন্দোনেশিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইদা রাহমী বাংলানিউজকে বলেন, আমাদের দেশের বিস্ময়কর সৌন্দর্য বাংলাদেশি পর্যটকদের কাছে তুলে ধরছি।  

মেলায় আসা দর্শনার্থী পাপিয়া বলেন, মেলায় ছাড় থাকায় নেপালের টিকিট কিনলাম। নভেম্বরে সেই দেশে ভ্রমণ করার ইচ্ছে আছে।  

আবু সাঈদ নামে এক দর্শনার্থী বলেন, নিজের দেশটাকে প্রথমে ঘুরে দেখতে চাই। এজন্য মেলায় শ্রীমঙ্গলের প্যাকেজ বুকিং দিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।