ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

২ দিনের জন্য সাজেকে ভ্রমণ বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
২ দিনের জন্য সাজেকে ভ্রমণ বাতিল

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে দুই দিনের জন্য ভ্রমণ বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কটেজ মালিক সমিতি অব সাজেক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে সাজেকের যোগাযোগ ব্যবস্থা যেকোনো সময় বিছিন্ন হওয়ার সম্ভবনা রয়েছে।

এজন্য পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে ১২-১৩ জুলাই পর্যটকদের ভ্রমণ বাতিল ঘোষণা করা হলো।  

কটেজ মালিক সমিতি অব সাজেকের সভাপতি সুবর্ণ দেব বর্মা বাংলানিউজকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।