ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

বাংলাদেশ ইউএনডব্লিউটিও’র দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
বাংলাদেশ ইউএনডব্লিউটিও’র দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত

ঢাকা: চীনের চেংডুতে  বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) ২২ তম অধিবেশনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) চেংডু থেকে অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার টেলিফোনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী বলেন, এটি পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার একটি স্বীকৃতি।

যা এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে আরও নিবিড়ভাবে কাজ করতে প্রেরণা যোগাবে।

সোমবার শুরু হয়ে এ অধিবেশন ১৬ তারিখ পর্যন্ত চলবে। সম্মেলনে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।